সাম’রিক বিমান বি’ধ্ব’স্তে নি’হ’ত ৭
নাইজেরিয়ায় সাম’রিক বাহিনীর একটি বিমান বি’ধ্ব’স্ত হয়ে সাতজন নি’হ’ত হয়েছেন। দেশটির বিমান বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার (২১ ফেব্রুয়ারি) রাজধানী আবুজার কাছাকাছি এ দু’র্ঘ’ট’না ঘটে।
দু’র্ঘ’ট’নার কারণ এখনও জানা যায়নি। তবে কর্মক’র্তারা বলছেন, বিমানের পাইলট ইঞ্জিন বিকল হওয়ার কথা জানিয়েছিলেন।
এক বিবৃতিতে মুখপাত্র ইবিকুনলে দারামোলা জানান, নাইজেরিয়ার পার্শ্ববর্তী দেশ নাইজারের রাজধানী ‘মিনায় যাওয়ার পথে ইঞ্জিন বিকলের কথা জানিয়ে আবুজা বিমানবন্দরে ফেরার সময় বিচক্র্যাফট কিংএয়ার বি৩৫০ বিমানটি বি’ধ্ব’স্ত হয়।’ মিনার অবস্থান আবুজা থেকে ১১০ কিলোমিটার উত্তরপশ্চিমে।
দারামোলা বলেন, ‘দুঃখজনকভাবে বিমানে থাকা সাতজনের সকলেই নি’হ’ত হয়েছেন।’ নাইজেরিয়ার বিমান পরিবহনমন্ত্রী সিরিকা হাদিও দু’র্ঘ’ট’নার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিডিওতে দেখা যায়, আ’গু’ন নেভাতে ঘটনাস্থলে জল কা’মান ব্যবহার করা হচ্ছে। এছাড়া চারপাশে অনেক মানুষকে জড়ো হয়ে থাকতে দেখা যায়। বিমান বাহিনী জানিয়েছে, দু’র্ঘ’ট’নার কারণ জানতে ত’দ’ন্ত শুরু করা হয়েছে।