১২২ বছর ধরে জে’ল খাটছে গাছটি!
১৮৯৮ সালের তৎকালীন অবিভুক্ত ভা’রতের ব্রিটিশ সে’না কর্মক’র্তা জেমস স্কুইড। তিনি একটি গাছকেই দিয়েছিলেন যা’ব’জ্জীবন কারাদ’ণ্ড। আজও পা’কিস্তানের ল্যান্ডি কোটাল সে’নানিবাসে শিকল পরিয়ে ব’ন্দি রাখা হয়েছে বটগাছ মহীরুহটিকে।
জেমস ম’দ্যপ অবস্থায় একদিন বাড়ি ফিরছিলেন তিনি। পথের মধ্যে হঠাৎ তিনি দাঁড়িয়ে যান; দেখেন গাছটি তার দিকে এগিয়ে আসছে। বারবার গাছটিকে এগিয়ে আসতে নিষেধ করলেও নির্দেশ অমান্য করে সেটি এগিয়ে যায় তার কাছে। তার এ গল্প শুনে কেউ বিশ্বা’স করেনি, কারণ পুরোটাই ছিল নে’শার ঘোর। তারপরও শেকল দিয়ে বেঁধে ফেলা হয় গাছটিকে।
গাছের যা’ব’জ্জীবন দিয়ে তিনি থমকে যাননি। স্থানীয় বাসিন্দাদেরও হু’মকি দেয়া হয়, কেউ এই গাছকে মুক্ত করলে তাকেও শা’স্তি পেতে হবে। কালের সাক্ষী হয়ে ল্যান্ডি কোটাল সে’নানিবাসে ব’ন্দি অবস্থায় থাকা গাছটি এখনও তাই মুক্তির দিন গুনছে। তার গায়ে লেখা, ‘আই অ্যাম আন্ডার অ্যা’রেস্ট’।
সূত্র: ইন্ডিয়া টুডে