জাতীয়
ছে’লেসহ ক’রো’নায় আ’ক্রা’ন্ত এমপি কিরন
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মামুনুর রশীদ কিরণ এবং তার বড় ছে’লে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিহান আল রশিদ ক’রো’নায় আ’ক্রা’ন্ত হয়েছেন।
বুধবার বেলা ১১টায় এমপিপুত্র জিহান আল রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, গত কয়েক দিন অ’সুস্থবোধ করায় সোমবার ক’রো’না পরীক্ষার জন্য ঢাকায় এভা’রকেয়ার হাসপাতা’লে আমাদের পরিবারের চার সদস্য নমুনা দেন।
মঙ্গলবার বিকালে আমা’র আর বাবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে বর্তমানে আমাদের শা’রীরিক অবস্থা ভালো। আম’রা ঢাকার নিজ বাসায় আইসোলেশনে রয়েছি।
এমপি কিরণ ও তার ছে’লের রোগমুক্তি কা’মনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।