ওজন কমিয়ে আকর্ষণীয় ফিগারে হাজির হচ্ছেন দীঘি
ঢাকাই সিনেমা’র চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে তার শা’রীরিক গড়নের জন্য কম কথা শুনতে হয়নি। প্রায়ই এ কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি। সেসব কটাক্ষকারীদের দাঁতভাঙা জবাব দেয়ার জন্য কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন।
এবার ওজন কমিয়ে আকর্ষণীয় ফিগার নিয়ে হাজির হচ্ছেন শি’শুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অ’ভিনেত্রী দীঘি।
তাই কিছুদিন আগে নতুন এক জিম সেন্টারে যাচ্ছেন এ তারকা। এমনকি মেনে চলছেন কড়া ডায়েট। দীঘির ভাষ্য, মানুষের অনেক কথাই তো শুনতে হয়েছে। অবশ্য তারা আমাকে পছন্দ করে বলেই এমনটা বলছে। এবার শরীরচর্চায় ফোকাস করছি।
দীঘি মনে করেন, নিয়মিত শরীরচর্চা করলে মন ভালো থাকে, আত্মবিশ্বা’সও নতুন জিম সেন্টারটি ধানমন্ডিতে অবস্থিত। গত এক সপ্তাহ ধরে সেখানে নিয়মিত জিম করছি। দৈনিক দুই থেকে আড়াই ঘণ্টা সময় দিতে হচ্ছে। বেশ সুফল পাচ্ছি।
চ্যানেল আই অনলাইনকে দীঘি জানান, একজন ট্রেনারের নিয়ন্ত্রণে আছেন। তার পরাম’র্শে খাবার তালিকায় অনেক পরিবর্তন আনতে হয়েছে তার। বলেন, তিনি আমাকে একটা ডায়েট চার্ট দিয়েছেন। খুবই সীমিত খাবার। শুরুতে এক ক’ষ্ট লাগলেও হলেও ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। শিগগির সুফল পাবো।