সয়াবিন তেলের গো’প’ন গোডাউনের সন্ধান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সয়াবিন তেলের গো’প’ন গোডাউনের সন্ধান পাওয়া গেছে। আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্য পণ্য সামগ্রী মজুদ ও সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অ’ভিযোগে বিভিন্ন ব্যবসায়ীদের গো’প’ন গোডাউনে ভ্রাম্যমাণ আ’দা’লতের অ’ভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় এ অ’ভিযান পরিচালনা করেন উপজে’লা নির্বাহী কর্মক’র্তা নজরুল ই’স’লা’ম। তাকে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থা’নার ওসি শামীম অর রশীদ তালুকদার।
অ’ভিযানে শহরের পুরান বাজারের রিপন ট্রেডার্স নামক দোকানকে অ’বৈ’ধভাবে সয়াবিন তেল মজুদ করায় ১ লাখ টাকা ও পাপন এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জ’রিমানা করা হয়।এ সময় এসিল্যান্ড নেছার আহম’দ ও ইন্সপেক্টর ত’দ’ন্ত হু’মায়ুন কবির উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজে’লা নির্বাহী কর্মক’র্তা নজরুল ই’স’লা’ম জানান, আসন্ন রমজান মাস উপলক্ষে যারা খাদ্যসামগ্রী মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে পণ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির পায়তারা করবে; তাদের বি’রু’দ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এ অ’ভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।