হ’জ প্রশিক্ষণ কেন্দ্রের নামে ভূমি দখল, উচ্ছেদ করলেন ম্যাজিস্ট্রেট
সমাজকল্যাণ সংস্থা ও ধ’র্মীয় প্রতিষ্ঠান এবং হ’জ প্রশিক্ষণ কেন্দ্রের নাম ব্যবহার করে পাহাড় দখলকারীদের বি’রু’দ্ধে অ’ভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজে’লা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ মা’র্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের বায়েজিদ থা’নাধীন মাঝের ঘোনা এলাকায় এ অ’ভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজে’লা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।
অ’ভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর কর্মক’র্তারা এবং বায়েজিদ থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তাসহ ১০ জন পু’লিশ সদস্য।
হাটহাজারী উপজে’লা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বাংলানিউজকে বলেন, পরিচালিত অ’ভিযানে দখলকৃত জায়গার প্রধান গেট গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ১০টি স্থাপনা ও একটি বসতবাড়ি উচ্ছেদ করা হয়।
তিনি বলেন, ভূমিদস্যুরা পাহাড়ের পাদদেশে প্লট করে ২ থেকে ৩ লাখ টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেন বলে উপস্থিত স্থানীয় লোকজন অ’ভিযোগ করেন। পাহাড় কে’টে পরিবেশের ক্ষতি যারা করবে তাদের বি’রু’দ্ধে এ ধরনের অ’ভিযান অব্যাহত থাকবে।