জাতীয়
তেলের দাম বাড়ার কারণ জানতে কমিটি গঠন
দেশের বাজারে ভোজ্যতেল সয়াবিনের দাম বাড়ার কারণ অনুসন্ধানে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। গতকাল বৃহস্পতিবার (১০ মা’র্চ) কমিশনের প্রকাশিত একটি সংবাদ বি’জ্ঞ’প্তিতে বলা হয়, প্রতিযোগিতা আইন, ২০১২ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া বাজারে প্রতিযোগিতা বিরোধী কর্মকা’ণ্ড পরিলক্ষিত হলে সচিব, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (ই-মেইল: [email protected]) বরাবর এ সংক্রান্ত তথ্য প্রদান করার জন্য সবাইকে আহবান জানানো হয়েছে। তথ্য প্রদানকরীর পরিচয় গো’প’ন রাখা হবে। এদিকে আন্তর্জাতিক বাজারে আম’দানিকৃত ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় গত দুই মাসে দেশের বাজারেও হু হু করে বেড়েছে তেলের দাম।