কানে ইয়ারফোন, ট্রেনে কা’টা পড়ে প্রা’ণ গেল যুবকের
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কা’টা পড়ে মো. ছাদেক মিয়া (২২) নামে এক যুবক নি’হ’ত হয়েছেন। শনিবার (১২ মা’র্চ) বিকেল সোয়া ৫টার দিকে উপজে’লার হাটুভাঙা রেলস্টেশনের আউটারে এই দু’র্ঘ’ট’না ঘটে।
নি’হ’ত ছাদেক রায়পুরা উপজে’লার পলা’শতুলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. ধনু মিয়ার ছে’লে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কানে ইয়ারফোন লাগিয়ে রেললাইন ধরে হাটছিলেন ছাদেক। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি বারবার হর্ন বাজালেও তিনি শুনতে পাননি। এমনকি উপস্থিত লোকজন তাকে রেললাইন থেকে সরে যাওয়ার জন্য ডা’কাডাকি করলেও কানে ইয়ারফোন থাকায় তিনি সাড়া দেননি। এ সময় ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিট’কে পড়ে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়।
খবর পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী এসে তার ম’রদেহ নিয়ে যায়। ফলে রেলওয়ে পু’লিশ নি’হ’তের ম’রদেহ উ’দ্ধা’র করতে পারেনি।