রাজনীতি
সিলেট জে’লা বিএনপির কাউন্সিলে যারা প্রার্থী হতে পারবেন না
সিলেট জে’লা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আগামী ২১ মা’র্চ। এতে প্রার্থিতার ব্যাপারে ৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় কাউন্সিলে কারা প্রার্থী হতে পারবেন না তা উল্লেখ করা হয়েছে।
সোমবার সিলেট জে’লা বিএনপির আহবায়ক কা’ম’রুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত এক বি’জ্ঞ’প্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে- কেন্দ্রীয় কিংবা স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতা, মহানগর বিএনপির কোনো সদস্য, উপজে’লা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক জে’লা কাউন্সিলের কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।