জাতীয়
পরীমনির ভক্তরাই যুবকদের ম’দপানে অনুমতির সম’র্থন করেন
চরমোনাই পিরের ছোট ভাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশে শুধু পরীমনির (চিত্রনায়িকা পরীমনি) ভক্তরাই যুবকদের ম’দপানে অনুমতি দেওয়ার সম’র্থন করেন। ই’স’লা’মপ্রিয় আমজনতা র’ক্ত ও জীবন দিয়ে হলেও সরকারের এ আইন বাস্তবায়ন রুখে দেবে।
বুধবার (১৬ মা’র্চ) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী হল চত্বরে ই’স’লা’মী যুব আ’ন্দোলনের জে’লা ও মহানগর শাখার তৃণমূল প্রতিনিধি সমাবেশে প্রধান অ’তিথির বক্তৃতায় মুফতি ফয়জুল করীম এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ না করলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। এর ফল কোনোক্রমেই সুফল বয়ে আনবে না।