জাতীয়
সকালেই সড়কে ঝরল ২ প্রা’ণ, আ’হত ৬
আজ সকালে রংপুরের মিঠাপুকুরে বাসের সঙ্গে আলুবোঝাই ট্রাকের মুখোমুখি সং’ঘ’র্ষে দুজন নি’হ’ত হয়েছেন। এ সময় আ’হত হয়েছেন আরও ছয়জন। আজ শুক্রবার ১৮ মা’র্চ সকালে উপজে’লার ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ি ভাবনা পেট্রোল পাম্প এলাকায় এ দু’র্ঘ’ট’না ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে বড় দরগাহ হাইওয়ে পু’লিশের ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) শাজাহান আলী জানান, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সং’ঘ’র্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক ও বাসের এক যাত্রী মা’রা যান। এসময় আ’হত হয়েছেন আরও ছয়জন।
এ সময় তিনি আরও জানান, পু’লিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উ’দ্ধা’র কাজ শুরু করে। আ’হতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতা’লে পাঠানো হয়েছে।