সব দলের সহযোগিতায় নির্বাচন করতে চায় ইসি
সব দলের সহযোগিতায় যেকোনো নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন।শুক্রবার (১৮ মা’র্চ) বিকেলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।
তিনি সাংবাদিকদের বলেন, আমাদের কাজ হচ্ছে আইন এবং সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করা। জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় সরকার নির্বাচন হোক আমাদের দায়িত্ব আইনের আলোকে সকল দলের অংশ গ্রহণে নির্বাচন পরিচালনা নিশ্চিত করা।
এসময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মক’র্তা মোহাম্ম’দ হাসানুজ্জামান, সিনিয়র জে’লা নির্বাচন কর্মক’র্তা জাহাঙ্গীর হোসেন, অ’তিরিক্ত জে’লা নির্বাচন কর্মক’র্তা কা’ম’রুল ই’স’লা’ম ।
প্রসঙ্গত, ৪ দিনের সফরে চট্টগ্রাম এসেছেন সিইসি। শনিবার সকালে নিজ বাড়ি সন্দ্বীপের উদ্দেশ্য যাত্রা শুরু করবেন এবং সেখানে অবস্থান করবেন। পরের দিন রোববার সকাল ১১টায় সন্দ্বীপ উপজে’লায় স্মা’র্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সোমবার সকালে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম ফিরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।