সড়কে ঝরল ছাত্রলীগ নেতার প্রা’ণ
জয়পুরহাটে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বম্বু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান নি’হ’ত হয়েছেন। বিকেলে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এলজিইডি মোড় এলাকায় এ দু’র্ঘ’ট’না ঘটে।
স্থায়ীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে জয়পুরহাট সদর উপজে’লার বানিয়া পাড়া গ্রামের মাজেদ নামে এক ব্যক্তি বটতলী ব্রিজের ওপর মাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় আ’হত হন। তাকে উ’দ্ধা’র করে হাসপাতা’লে পাঠিয়ে দিয়ে পরে মোটরসাইকেলে আতিকুর ও আমিনুর হাসপাতা’লে খোঁজ খবর নিতে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এলজিইডি মোড় এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই আতিকুর মা’রা যান।
এ সময় তার সাথে থাকা ব্যবসায়ী আমিনুর রহমান গুরুতর আ’হত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতা’লে পাঠিয়ে দেওয়া হয়।
জয়পুরহাট সদর থা’না-পু’লিশের উপপরিদর্শক (এসআই) অরূপ কুমা’র বলেন, ‘আম’রা ঘটনাস্থলে পৌঁছার আগেই লা’শ নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনায় কোনো অ’ভিযোগ না থাকায় ময়নাত’দ’ন্ত ছাড়াই লা’শ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’