মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
সারা দেশে ভোগ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও সিন্ডিকে’টের বি’রু’দ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ মা’র্চ) সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজে’লার চান্দুরা ডাকবাংলোর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিজয়নগর উপজে’লা যুব মৈত্রীর আহ্বায়ক সঞ্জয় রায় পোদ্দারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিজয়নগর উপজে’লা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, বিজয়নগর উপজে’লা জাতীয় কৃষক সমিতির আহ্বায়ক মো. বিল্লাল মিয়া, উপজে’লা ওয়ার্কার্স পার্টির সদস্য আবদুল আজিজ, বেদন মিয়া, যুব মৈত্রীর নেতা জামির মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে তেল, চাল, ছোলা, পেঁয়াজ, রসুন, গমসহ বিভিন্ন পণ্যের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও একের পর এক পণ্যের দাম বেড়েই চলেছে। ৮০ টাকা লিটারের সয়াবিন তেল এখন ১৮০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। টিসিবির ট্রাকে দীর্ঘ হচ্ছে মানুষের লাইন।
রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকে’টের মাধ্যমে পণ্যের মূল্যবৃদ্ধি করছে। বক্তারা সিন্ডিকে’টের বি’রু’দ্ধে অবিলম্বে শা’স্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।