নিপুণের জন্য ভোট চেয়ে অ’পমানিত, প্রতিবাদ জানাতে যা করছেন হিরো আলম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অ’ভিনেত্রী নিপুণের পক্ষে ভোট চাইতে গিয়ে অ’পমানিত হন হিরো আলম। সেই অ’পমানের প্রতিবাদ জানাতে এবার চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন হিরো আলম। আজ রবিবার মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন তিনি।
নতুন সিদ্ধান্তের বিষয়ে হিরো আলম বলেন, ‘এফডিসিতে নিপুণ আপুর জন্য ভোট চাইতে গিয়েছিলাম কয়েকদিন। তখন আমাকে কয়েকজন অ’পমান করেছে। এই অ’পমানের প্রতিবাদের জন্য এবার প্রযোজক সমিতির নির্বাচনে সদস্য পদে দাঁড়াবো।’
ডিশ ব্যবসায়ী থেকে মডেলিং শুরু করেছিলেন হিরো আলম। এরপর গান গেয়েছেন, চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অ’ভিনয় করেছিলেন। জাতীয় ও স্থানীয় নির্বাচনেও ল’ড়েছিলেন। এবার তিনি অংশ নিচ্ছেন প্রযোজক সমিতির নির্বাচনে। হিরো আলম আরও বলেন, ‘শুনছি এবার প্রযোজক সমিতির নির্বাচনে দুইটা প্যানেল হবে। আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবো।’