মা-বাবার সামনেই ট্রাকের চাকায় পিষ্ট শি’শু
ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়কের পাশে মা-বাবার সাথে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে অন্তর (৫) নামে এক শি’শুর ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় উপজে’লার পাঁচবাগ ইউনিয়নের ব্রহ্মপুত্র খুরশিদ মহল ব্রিজে এই ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট’না ঘটে। স্থানীয় লোকজন ঘা’ত’ক ট্রাকটি আ’ট’ক করলেও চালক-হেলপার পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নাঈম স্ত্রী’-সন্তান নিয়ে সিএনজিযোগে কর্মক্ষেত্রে ফিরছিলেন।
সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাদের সিএনজি গাড়িটি গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ব্রহ্মপুত্র ব্রিজের অ’পর প্রান্তে আসামাত্র নষ্ট হয়ে যায়। পরে নাঈম স্ত্রী’-সন্তান নিয়ে সিএনজি গাড়ি থেকে নেমে সড়কের পাশে অন্য গাড়ির জন্য অ’পেক্ষা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ড্রাম ট্রাক শি’শুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শি’শুটি মা’রা যায়।
পাগলা থা’নার ওসি রাশেদুজ্জামান বলেন, খুবই হৃদয়বিদারক ঘটনা। ঘা’ত’ক ট্রাকটিকে আ’ট’ক করেছি। অ’ভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।