জাতীয়
টিসিবি পণ্য গুদামে, ডিলার আ’ট’ক
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সরবরাহ করা পণ্য ক্রেতাদের কাছে বিক্রি না করে মজুদ করায় গুদামে অ’ভিযান চালিয়ে তেলসহ টিসিবির নির্ধারিত তিনটি ভোগ্যপণ্য জ’ব্দ করেছে রে’ব-৭।
মঙ্গলবার (২২ মা’র্চ) ভোরে নগরের সিমেন্ট ক্রসিং এলাকায় ডিলার মো. রাশেদের গুদামে অ’ভিযান চালানো হয়।
রে’ব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বাংলানিউজকে বলেন, টিসিবির ভোগ্যপণ্য গুদামে অ’বৈ’ধভাবে মজুদের খবর পেয়ে আম’রা অ’ভিযান চালাই। সেখানে প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি চিনি ও ৫০০ কেজি মসুর ডাল জ’ব্দ করা হয়েছে।
তিনি জানান, আম’রা অ’ভিযান করার সময় রাশেদ গুদামে ছিলেন না। পরে অ’ভিযান চালিয়ে রাশেদসহ তিনজনকে আ’ট’ক করা হয়েছে। এসব পণ্য বিক্রির জন্য না পাঠিয়ে কেন গুদামে রাখা হয়েছে সেটা আম’রা খতিয়ে দেখছি।