আলো নিভিয়ে একাত্তরের কালরাত স্ম’রণ করল বাংলাদেশ
১৯৭১ সালের ২৫ মা’র্চের বিভীষিকা’ময় কালরাতের হ’ত্যাযজ্ঞ স্ম’রণে আজ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ। এই ১ মিনিট অন্ধকারে ছিল পুরো দেশ।এর মাধ্যমে অর্ধশতক আগে এই রাতে নিরীহ বাঙালি জাতির ওপর পা’কিস্তানি বাহিনীর নিধনযজ্ঞের বিভীষিকার স্মৃ’তি স্ম’রণ করা হলো।
১৯৭১ সালের এই দিনে রাতের আঁধারে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পা’কিস্তানি সে’নাবাহিনী। অ’পারেশন সার্চলাইট নামে তারা মেতে ওঠে ইতিহাসের নৃ’শং’সতম গণহ’ত্যায়। জাতির জীবনে আসা এই ‘ভ’য়াল কালরাত’-এ ঘুমন্ত বাঙালিকে নির্বিচারে হ’ত্যা করে পা’কিস্তানি সে’নারা। জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ মা’র্চ এদিন অর্থাৎ ২৫ মা’র্চকে জাতীয় গণহ’ত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। তখন থেকে দিনটি জাতীয় গণহ’ত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এই সময়টায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না বলে আগেই জানিয়ে রেখেছিল সরকার। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো ব্ল্যাক আউটের আওতামুক্ত রাখা হয়।