নিজের পি’স্ত’লের গু’লির শব্দে জ্ঞান হারালেন পু’লিশ কর্মক’র্তা
গতকাল রাতে বরিশাল কোতোয়ালি মডেল থা’নায় অসতর্ক অবস্থায় নিজ পি’স্ত’ল থেকে বের হওয়া গু’লির শব্দে পু’লিশের এক সদস্য অচেতন হয়ে পড়েছে। গতকাল রাতে বরিশাল কোতোয়ালি মডেল থা’নায় অসতর্ক অবস্থায় নিজ পি’স্ত’ল থেকে বের হওয়া গু’লির শব্দে পু’লিশের এক সদস্য অচেতন হয়ে পড়েছে। অ’সুস্থ অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতা’লে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার ২৬ মা’র্চ রাত ৯টার দিকে থা’নার দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।
জানা যায়, অচেতন হওয়া সহকারী উপপরিদর্শক মো. সেলিম হাসপাতা’লের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। থা’না জানিয়েছে, সহকারী উপপরিদর্শক সেলিম ডিউটি শেষ করে থা’নায় ফেরার পর দ্বিতীয় তলায় গু’লির বিকট শব্দ হয়। এ সময় অন্য পু’লিশ সদস্যরা দৌড়ে গিয়ে সেলিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উ’দ্ধা’র করে শের-ই-বাংলা মেডিকেল হাসপাতা’লে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অ’তিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, আম’রা মনে করছি এটা মিস ফায়ার হয়েছে। ওই পুলিশ সদস্য আগে থেকেই অ’সুস্থ ছিলেন। তার উচ্চ’মাত্রার ডায়াবেটিস রয়েছে। অ’সুস্থ অবস্থায় পড়ে যাওয়ার সময় তার কাছ থেকে পি’স্ত’লটি পড়ে গিয়ে মিস ফায়ার হয়। এতে তিনি আরও অ’সুস্থ হয়ে পড়েন। কারও শরীরে কোনো গুলি লাগেনি। ওই পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতা’লের মেডিসিন ইউনিটের রেজিস্ট্রার নাজমুল আহসান জানিয়েছেন, উচ্চর’ক্তচাপের কারণে তিনি অ’সুস্থ হয়ে পড়েছেন। তবে পুরোপুরি অচেতন নয়। পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত বলা যাবে।
অ’সুস্থ অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতা’লে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার ২৬ মা’র্চ রাত ৯টার দিকে থা’নার দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।
জানা যায়, অচেতন হওয়া সহকারী উপপরিদর্শক মো. সেলিম হাসপাতা’লের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। থা’না জানিয়েছে, সহকারী উপপরিদর্শক সেলিম ডিউটি শেষ করে থা’নায় ফেরার পর দ্বিতীয় তলায় গু’লির বিকট শব্দ হয়। এ সময় অন্য পু’লিশ সদস্যরা দৌড়ে গিয়ে সেলিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উ’দ্ধা’র করে শের-ই-বাংলা মেডিকেল হাসপাতা’লে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অ’তিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, আম’রা মনে করছি এটা মিস ফায়ার হয়েছে। ওই পুলিশ সদস্য আগে থেকেই অ’সুস্থ ছিলেন। তার উচ্চ’মাত্রার ডায়াবেটিস রয়েছে। অ’সুস্থ অবস্থায় পড়ে যাওয়ার সময় তার কাছ থেকে পি’স্ত’লটি পড়ে গিয়ে মিস ফায়ার হয়। এতে তিনি আরও অ’সুস্থ হয়ে পড়েন। কারও শরীরে কোনো গুলি লাগেনি। ওই পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতা’লের মেডিসিন ইউনিটের রেজিস্ট্রার নাজমুল আহসান জানিয়েছেন, উচ্চর’ক্তচাপের কারণে তিনি অ’সুস্থ হয়ে পড়েছেন। তবে পুরোপুরি অচেতন নয়। পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত বলা যাবে।