সিলেটে ঢিলেঢালা হরতাল পালন
চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার সিলেটে ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে।সকাল থেকে হরতা’লে দোকানপাট খোলা ছিল। স্বাভাবিক ছিল যানবাহন চলাচল। বিভাগীয় শহরের দুই-একটি স্থানে স্থানীয় বামজোটের নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়। জনজীবনে এ হরতা’লে তেমন কোনো প্রভাব পড়েনি।
তবে বাম গণতান্ত্রিক জোটের এক সংবাদ বি’জ্ঞ’প্তিতে বলা হয়েছে- চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডা’কা আধাবেলা হরতাল সিলেটে স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। সোমবার সকাল ৬টা থেকেই নগরে প্রধান প্রধান সড়কে অবস্থান নেন বামজোটের নেতাকর্মীরা।
এ সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরের বিভিন্ন পয়েন্টে তারা পিকেটিং করেন। দুপুর ১২টা পর্যন্ত নগরের কোর্ট পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে বাম নেতাকর্মীদের অবস্থান ছিল। বেলা ১১টায় নগরের কোর্ট পয়েন্টে হরতা’লের সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জে’লার সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জে’লার সাধারণ সম্পাদক খায়রুল হাছানের সভাপতিত্বে ও বাসদ জে’লা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন- সিপিবি সিলেট বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, সিপিবি সিলেট জে’লার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মা’র্কসবাদী) জে’লা আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ জে’লা সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি (মা’র্কসবাদী) জে’লা সভাপতি সিরাজ আহম’দ, বাসদ (মা’র্কসবাদী) সিলেট জে’লার নেতা অ্যাডভোকেট হু’মায়ুন রশিদ সোয়েব, ওয়ার্কার্স পার্টি (মা’র্কসবাদী) সিলেট জে’লার সাধারণ সম্পাদক ডা. হরিধন দাস, যুব ইউনিয়ন সিলেট জে’লার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, মহিলা ফোরামের জে’লা সভাপতি মাসুমা খানম, বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারি, ছাত্র ফ্রন্ট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়ন সিলেট জে’লার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, ছাত্র ইউনিয়ন আহ্বায়ক মনীষা ওয়াহিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এ হরতাল ছিল প্রা’ণ বাঁ’চানোর হরতাল। মানুষ বিভিন্নভাবে আমাদের এ হরতা’লে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে হরতাল সফল করেছেন। তাই আম’রা সিলেটবাসীকে ধন্যবাদ জানাতে চাই।