‘লকডাউন মুক্ত’ বৃষ্টিস্নাত ঈদ
ঈদের দিন সারা দেশে বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়।
ক’রো’না মহামা’রির কারণে দীর্ঘ দুই বছর একরকম ‘ঘরব’ন্দি’ অবস্থায় কে’টেছে দেশবাসীর ঈদ। ঈদের নামাজ কিংবা ঘোরাঘুরি দূরে থাক, এক বাড়িতে থেকেও একসঙ্গে ঈদ উপযাপন করতে পারেননি অনেকেই।
দুই বছর পর ক’রো’নার বিধিমুক্ত ঈদ উৎসব ফিরেছে দেশে; এরই মধ্যে ঈদের নামাজও শেষ হয়েছে কোথাও কোথাও। তবে ঈদ উদযাপনে বিঘ্ন ঘটানো শুরু করেছে কালবৈশাখী।
সকাল থেকে নগরীর প্রায় প্রতিটি এলাকাতেই বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জে’লাতেও। কালবৈশাখীর প্রভাবে অনেক জায়গায় ঈদের নামাজে বিঘ্ন ঘটেছে। ঈদগাহের পরিবর্তে নামাজ পড়তে হয়েছে ম’স’জিদে।
মঙ্গলবার সকাল সাতটার আগে থেকেই রাজধানীর আকাশে মেঘের আনাঘোনা দেখা যায়। নয়টার পর থেকে রাজধানীর বেশিরভাগ জায়গায় বৃষ্টি শুরু হয়।
রাজধানী ছাড়া দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজে বাগড়া দিয়েছে বৃষ্টি। রাজশাহী, বগুড়া, খুলনা বিভাগের অনেক জায়গায় ভোর থেকেই বৃষ্টির কারণে মু’সল্লিরা ঈদগাহে যেতে পারেননি।
মুষলধারে বৃষ্টির মধ্যে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।বৈরী আবহাওয়ার মধ্যেই কি’শোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত অংশ নিয়েছেন মু’সল্লিরা।