নবজাতক পুত্রের সঙ্গে নাসিরের ঈদ কাটছে নিউইয়র্কে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) শেষ হওয়ার পর নাসির হোসেন চলে গিয়েছিলেন নিউইয়র্কে। সেখানেই সপ্তাহ দুয়েক আগে নাসির-তামিমা দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়। এবার নবজাতক সন্তানের সঙ্গেই ঈদ কা’টাচ্ছেন আ’লো’চি’ত এই ক্রিকেটার। সোশ্যাল সাইটে ছে’লের সঙ্গে ছবি পোস্ট করে নাসির নিজেই জানিয়েছেন এই তথ্য।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে গতকাল সোমবার মা’র্কিন যু’ক্তরাষ্ট্রে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের নামাজ শেষে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে একটি রাস্তায় দাঁড়িয়ে ছে’লের সঙ্গে তোলা কিছু ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে নাসির লিখেছেন, ‘আমা’র জীবনের সেরা ঈদ। আমি ধন্য। আলহাম’দুলিল্লাহ। ঈদ মোবারক। ‘
উল্লেখ্য, এবার ঈদ-উল ফিতর উপলক্ষে সন্তানের ছবি প্রকাশ করলেন নাসির। তামিমা’র সঙ্গে তার বিয়ে নিয়ে ঝামেলা কম হয়নি। এখনও আ’দা’লতে মা’ম’লা চলছে। এর মাঝেই তামিমা’র গর্ভধারণের খবর আসে। সেই সুখবর প্রকাশ করতেও লুকোচু’রি করেন নাসির। পরে জানান, ‘ঝামেলার কারণে’ খবরটা তিনি আগে প্রকাশ করেননি।