ঈদের জামাতে ঢুকে প্রকাশ্যে গু’লি
কুমিল্লা সদর উপজে’লায় ঈদ জামাতের মাঠে ঢুকে প্রকাশ্যে গু’লি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মোস্তাক আহম’দ নামে এক ব্যক্তি গু’লিবিদ্ধ হয়েছেন। গু’লিবিদ্ধ মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতা’লে ভর্তি করা হয়েছে।
পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল ৮টায় উপজে’লার পাঁচথুবী ইউনিয়নের ভা’রত সীমান্তবর্তী গো’লাবাড়ি এলাকার ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থা’নার ওসি সহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, গো’লাবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার রুবেল ভূইয়া পি’স্ত’ল দিয়ে ভূঁইয়া বাড়ি ঈদগাহ মাঠে ঢুকে মোস্তাককে গু’লি করেন। এতে তার ডান হাঁটুতে গু’লি লাগে। এ সময় ঈদগাহ মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মু’সল্লিরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।
পরে গু’লিবিদ্ধ মোস্তাককে উ’দ্ধা’র করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতা’লে নেওয়া হয় বলে ওসি জানান।