ছু’রিকাঘাতে সাবেক ছাত্রলীগ নেতাকে হ’ত্যা
কি’শোরগঞ্জের করিমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র নাজমুল হুদা নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছু’রিকাঘাতে হ’ত্যা করা হয়েছে।
বুধবার (৪ মে) সকালে উপজে’লার জয়কা ইউনিয়নের কান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।নি’হ’ত নাজমুল হুদা কান্দাইল কা’মা’রহাটিয়া গ্রামের মজলু মিয়ার ছে’লে। তিনি কিশোরগঞ্জ জে’লা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
নাজমুল হুদা ঢাকায় থাকতেন। ঈদে তিনি বাড়িতে বেড়াতে এসেছিলেন।
করিমগঞ্জ থা’নার পরিদর্শক (ত’দ’ন্ত) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পু’লিশ জানায়, মঙ্গলবার (৩ মে) বিকেলে গ্রামীণ মেলায় স্থানীয় দুই শি’শুর ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য বুধবার সকালে কান্দাইল গ্রামে সালিশ বসে। সালিশ থেকে ফেরার পথে কয়েকজন যুবক নাজমুলের ওপর অ’তর্কিত হা’ম’লা চালান। তাদের ছু’রিকাঘাতে তিনি গুরুতর আ’হত হন। আশ’ঙ্কাজনক অবস্থায় কি’শোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতা’লে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
পু’লিশ কর্মক’র্তা জয়নাল আবেদীন জানান, ময়নাত’দ’ন্তের জন্য ম’রদেহ কি’শোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ম’র্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থা’নায় মা’ম’লার প্রস্তুতি চলছে।