দেশে ফিরলেন হাজি সেলিম
দেশে ফিরেছেন ১০ বছরের দ’ণ্ডপ্রাপ্ত পুরান ঢাকার সংসদ সদস্য হাজি সেলিম। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি হেজররত শাহ’জালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। হাজি সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি- ৩২১ ফ্লাইটে হাজী সেলিম দেশে ফিরেছেন। এ সময় তাকে রিসিভ করতে তার ব্যক্তিগত গাড়িচালক ও ম’দীনা গ্রুপের কর্মচারীরা এসেছিলেন। হাজী সেলিমের বড় ছে’লে সোলাই’মান সেলিম রোববার একটি টেলিভিশন চ্যানেলের প্রশ্নের জবাবে স্বীকার করেন তার বাবা দেশের বাইরে গিয়েছেন। তবে কোন বিমানবন্দর দিয়ে তিনি দেশ ছাড়েন, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে শনিবার তিনি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন। এ নিয়ে তুমুল বিতর্কের মাঝেই তিনি ঢাকায় ফিরে এলেন। ২৪ মে’র মধ্যে তাকে নিম্ন আ’দা’লতে আত্মসম’র্পণ করতে হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।