ঈদের পরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে পারে
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের মানুষ এবার ভালো’ভাবে ঈদ উদযাপন করেছে। ঈদের পরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে পারে বলেও শ’ঙ্কা প্রকাশ করেন তিনি।
ঈদুর ফিতরের ছুটির পর প্রথম কর্ম’দিবসে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো রয়েছে হরতা’লের মতো নেতিবাচক কর্মসূচি নেই দেশে। বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে তা ঠিক থাকলে সরকারের উন্নয়নের মহাসড়কে যে যাত্রা তা আরও গতিশীল হবে।
তবে ঈদের পরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে পারে জানিয়ে তিনি বলেন, বিরোধী দল যতই আ’ন্দোলনের ডাক দিক তারা অ’তীতের মতই সফল হবে না।
আওয়ামী লীগের কাউন্সিল বিষয়ে মন্ত্রী বলেন, ৩ বছর পর পর সম্মেলন হয় এটা আওয়ামী লীগের রুটিন ওয়ার্ক। সম্মেলনের মাধ্যমে সময় মত দলের নেতৃত্ব নির্বাচিত হবে।
সচিবালয়ে ঈদ যাত্রা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। তিনি জানান, ঈদ যাত্রায় লঞ্চঘাটগুলোতে তেমন ভিড় ছিলো না। রাজধানীতে ফিরতেও পর্যাপ্ত ফেরি রয়েছে, যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে না বলেও জানান তিনি।