আত্মসম’র্পণ করবেন হাজি সেলিম, তবে…
অ’বৈ’ধ সম্পদ অর্জনের অ’ভিযোগে দু’র্নী’তির মা’ম’লায় ১০ বছরের কারাদ’ণ্ড পাওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মো. সেলিম দেশে ফিরে এসেছেন। তিনি আগামী ২৫ মের মধ্যে আ’দা’লতে আত্মসম’র্পণ করবেন বলে জানা গেছে। পাশাপাশি হা’ই’কো’র্টের রায়ের বি’রু’দ্ধে আপিল করবেন। তবে কোন দিন তিনি আ’দা’লতে আত্মসম’র্পণ করবে তা এখনো ঠিক হয়নি।
হাজি সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা জানান, আগামী ২৫ মের মধ্যে হাজি সেলিমকে নিম্ন আ’দা’লতে আ’দা’লতে আত্মসম’র্পণ করার বাধ্যবাধকতা রয়েছে।
দু’র্নী’তির মা’ম’লায় দ’ণ্ড নিয়ে অনেকটা চুপিসারেই দেশ ছাড়েন আওয়ামী লীগের এই নেতা। বৃহস্পতিবার দেশের বাইরে থেকে ফিরে এসেছেন তিনি।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হা’ই’কো’র্টের দেওয়া পূর্ণাঙ্গ গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আ’দা’লত-৭ এ আত্মসম’র্পণ করতে নির্দেশ দিয়েছেন হা’ই’কো’র্ট।
এ মা’ম’লায় এক যুগ আগে বিচারিক আ’দা’লতের রায়ে হাজি সেলিমের ১৩ বছরের কারাদ’ণ্ড হয়েছিল। সাজার রায়ের বি’রু’দ্ধে হাজি সেলিম হা’ই’কো’র্টে আপিল করেন। এই আপিলের শুনানি নিয়ে গত বছরের ৯ মা’র্চ বিচারপতি মো. মঈনুল ই’স’লা’ম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভা’র্চ্যুয়াল হা’ই’কো’র্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।
হাজি সেলিমের বি’রু’দ্ধে মা’ম’লা করা দু’র্নী’তি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এখনও আত্মসম’র্পণ করার সুযোগ আছে বলে তার আইনজীবী যে ব্যাখ্যা দিয়েছন, সেটা সঠিক।
তিনি বলেন, রায় ৯ মা’র্চ প্রকাশ হলেও ২৫ এপ্রিল রায়টি কমিউনিকেট হয়েছে, সে হিসাবে এখনও আত্মসম’র্পণ করার সময় আছে। সাজা নিয়ে আইন অনুযায়ী তিনি বিদেশ যেতে পারেন না বলেও মনে করেন তিনি। আম’রা বিষয়টি নিয়ে আ’দা’লতের দৃষ্টি আকর্ষণ করব।