জাতীয়
মুহিতের জন্য দোয়া মাহফিল শনিবার
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কুলখানি ও দোয়া মাহফিল শনিবার (৭ মে) বাদ আছর গুলশানস্থ আজাদ ম’স’জিদে অনুষ্ঠিত হবে।
পরিবারের পক্ষ থেকে সবাইকে কুলখানি ও দোয়া মাহফিলে অংশ নেওয়া জন্য অনুরোধ জানানো হয়েছে।
গত ২৯ এপ্রিল দিনগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতা’লে চিকিৎসাধীন অবস্থায় আবুল মাল আবদুল মুহিত মা’রা যান। বর্ষীয়ান এ রাজনীতিকের বয়স হয়েছিল ৮৮ বছর।
বিশিষ্ট অর্থনীতিবিদ মুহিত ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি একাধারে লেখক, কূটনীতিক ও গবেষক হিসেবেও পরিচিত ছিলেন।
১৯৩৪ সালে সিলেটের এক সম্ভ্রান্ত মু’সলিম পরিবারে জন্মগ্রহণ করেন মুহিত। তৎকালীন সিলেট জে’লা মু’সলিম লীগের নেতা আবু আহম’দ আবদুল হাফিজের দ্বিতীয় ছে’লে মুহিত। তার মা সৈয়দ শাহার বানু চৌধুরীও রাজনীতিতে সক্রিয় ছিলেন।