ই’মাম নিয়োগ নিয়ে দ্বন্দ্বে প্রা’ণ গেল বৃদ্ধের
নেত্রকোনার মোহনগঞ্জে ম’স’জিদের ই’মাম নিয়ে বিরোধের জেরে মতি মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নি’হ’ত হয়েছেন। ঘটনায় জ’ড়ি’ত অ’ভিযোগে শনিবার তিন ব্যক্তিকে গ্রে’প্তা’র করে আ’দা’লতে পাঠায় পু’লিশ। তাঁরা হলেন ওই উপজে’লার কেওয়ারদিঘী গ্রামের কাঞ্চন (৪৫), অলিউল্লা (৪৮) ও নিজাম (৩০।
জানা যায়, মোহনগঞ্জ উপজে’লার সমাজ-সহিলদেও ইউনিয়নের কেওয়ারদিঘী জামে ম’স’জিদের ‘ই’মাম’ নিয়োগের বিষয়কে কেন্দ্র করে ওই ম’স’জিদ কমিটির সভাপতি নুরুল ই’স’লা’ম ও সাধারণ সম্পাদক মো. আবু শাহিন আকন্দ সুজনের মাঝে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছিল।
গত শুক্রবার (৬ মে) তারা নিজ নিজ পছন্দের ই’মাম দিয়ে নামাজ পড়াতে চাওয়ায় দুইপক্ষের দ্বন্দ্ব চরমে পৌঁছে। একপর্যায়ে ম’স’জিদ মাঠেই দুই পক্ষের লোকজনের মাঝে হাতাহাতি শুরু হয়। এ সময় কিল-ঘুষিতে মা’থায় আ’ঘাত পেয়ে মতি মিয়া জ্ঞান হারান। মোহনগঞ্জ উপজে’লা হাসপাতা’লে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃ’ত ঘোষণা করেন। নি’হ’ত মতি মিয়া ম’স’জিদ কমিটির সাধারণ সম্পাদকের চাচা। এ ঘটনায় শনিবার (৭ মে) সকালে নি’হ’তের ছে’লে আলমগীর বাদী হয়ে ম’স’জিদ কমিটির সভাপতি নুরুল ই’স’লা’মসহ ২২ জনকে আ’সা’মি করে মোহনগঞ্জ থা’নায় মা’ম’লা দায়ের করেন।
মোহনগঞ্জ থা’নার ওসি মোহাম্ম’দ রাশেদুল হাছান জানান, আ’সা’মিদের মধ্যে তিনজনকে গ্রে’প্তা’র করে আ’দা’লতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আ’সা’মিদের গ্রে’প্তা’রে অ’ভিযান চলছে।