বহুদিন পর প্রকাশ্যে খালেদা জিয়া, পেছনে দাঁড়িয়ে সেই ফাতেমা
বহুদিন পর প্রকাশ্যে এলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি।রোববার তোলা ওই ছবিটি খালেদার নিজ বাসায় তোলা। ছবিতে বিএনপি নেত্রীর পেছনে তারই জে’লসঙ্গী ও গৃহকর্মী ফাতেমাকে দেখা গেছে।
জানা গেছে, বিএনপির এক নেতা এদিন খালেদা জিয়ার বাসায় গিয়ে নেত্রীর এই ছবিটি তোলেন। তবে ওই নেতার নাম জানা যায়নি।
২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দু’র্নী’তির মা’ম’লায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ’ণ্ড দেয়া হয়। সেই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে সেই সাজা বাড়িয়ে ১০ বছর করে হা’ই’কো’র্ট।পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দু’র্নী’তির মা’ম’লাতেও তাকে কারাদ’ণ্ড দেয়া হয়েছে।
সরকার প্রধানের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫শে মা’র্চ প্রথম দফায় দ’ণ্ড স্থগিত করা হলে কারাগার থেকে তিনি সাময়িক মুক্তি পান।এরপর কয়েক দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।