রিসোর্ট’কা’ণ্ডে মা’ম’লা: মামুনুল হকের বি’রু’দ্ধে ২ জনের সাক্ষ্য
হেফাজতে ই’স’লা’মের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বি’রু’দ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থা’নায় দায়ের করাধ,, র্ষ, ণ মা’ম’লায় চতুর্থ দফায় দু’জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ মে) সকাল ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ না’রী ও শি’শু নি’র্যা’তন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আ’দা’লতে সাক্ষ্যগ্রহণ হয়।
সাক্ষীরা হলেন- সেলুন ও পরিবহন ব্যবসায়ী নাজমুল হাসান শান্ত ও মো. শফিকুল ই’স’লা’ম সাগর।এদিন জে’লা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি ও রতন মিয়া নামে আরও দু’জনের সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ থাকলেও তারা আ’দা’লতে উপস্থিত না হওয়ায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে আ’দা’লতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, প্রত্যক্ষদর্শীরা সাক্ষী দিয়েছেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের সময় পরে জানিয়ে দেওয়া হবে। মামুনুল হককে সাক্ষ্যগ্রহণ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
আ’সা’মি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওম’র ফারুক নয়ন বলেন, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর জেরা করা হয়েছে। আম’রা আশাবাদী ন্যায় বিচার পাবো।নারায়ণগঞ্জ অ’তিরিক্ত পু’লিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান জানান, কঠোর নিরাপত্তায় মামুনুল হককে কারাগার থেকে আ’দা’লতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে ফের কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে ৫০১ নাম্বার কক্ষে স্থানীয় লোকজন ও পু’লিশের হাতে না’রীসহ আ’ট’ক হন মামুনুল হক। ওই সময় সেই না’রীকে মামুনুল হক স্ত্রী’ দাবী করলেও ওই না’রী তা অস্বীকার করেন। পরে ওই না’রীই সোনারগাঁ থা’নায় মামুনুল হকের বি’রু’দ্ধে বিয়ের প্রলো’ভনেধ,, র্ষ, ণ মা’ম’লা দায়ের করেন।