দেশের সব স্কুল-কলেজে আরবি পড়ানো উচিত: জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী অ’ভিমত প্রকাশ করে বলেছেন, দেশের সব স্কুল-কলেজে আরবি পড়ানো উচিত। তিনি বলেছেন, ভালো মু’সলমান হওয়া মানেই সবার মঙ্গল। আল্লাহ আমাদের প্রতি সহায়ক হোক। বর্তমান বাংলাদেশের অবস্থা খুব খা’রা’প। শ্রীলঙ্কার মতো একটি শান্তির দ্বীপে আজ আ’গু’ন জ্বলছে, গণহারে দারিদ্র্য বাড়ছে। আম’রা সেদিকে যাবো না তো? সবাইকে দোয়া করতে হবে, বাংলাদেশের অবস্থা যেন শ্রীলঙ্কার মতো না হয়। মঙ্গলবার (১০ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ তরিকত ফেডারেশন আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিতার বই। কোরআনকে বহুবার নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল। আজকে আমাদের দুর্ভাগ্য মু’সলমানরা নিজেদের ভালোটা বোঝে না। ই’স’লা’ম যু’ক্তিতর্কের ধ’র্ম। ই’স’লা’ম বিজ্ঞানের ধ’র্ম।
প্রতিবেশী দেশ ভা’রতের প্রভাবমুক্ত হয়ে নির্বাচনকেন্দ্রিক চালাকি এবং কারচুপি বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, দেশের জন্য দোয়া করেন ভালো কথা। কিন্তু আপনি ভা’রতীয়দের ধারা আবৃত হয়ে আছেন। তারা আপনাকে ভুল পথে নিয়ে যাবে এবং নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের ২৪ বিলিয়ন ডলার উদ্বৃত্ত আছে, আর ঋণ আছে জনপ্রতি ৪৩২ ডলার। পত্রিকার খবরে এসেছে দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেছেন, ২০২৫ সাল থেকে ঠেলা সামলাতে পারবেন না। দেখেন, শান্তির দ্বীপ ছিল শ্রীলংকা, শিক্ষাদীক্ষায়ও ভালো। কিন্তু দেশটির আজ কী অবস্থা। আ’গু’ন জ্বলছে, গণহারে দারিদ্র্য বাড়ছে। আম’রা সেদিকে যাবো না তো? বর্তমান বাংলাদেশের অবস্থা খুব খা’রা’প উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, এখনো অনেকগুলো আলেম জে’লে আছে। আপনারা কী করে এখনও চুপ করে আছেন আমি জানি না। এখনও তাদের জামিন হয়নি, আল্লাহ কি ক্ষমা করবেন।