আল্লাহ নিজে আমাকে বাঁচিয়েছেন, আমা’র চোখ রক্ষা করেছেন
মা’থার ওপর সিলিং ফ্যান পড়ে আ’হত হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মুরাদ হাসান।জামালপুরের সরিষাবাড়ীর দৌলতপুরে নিজ বাড়ির বৈঠকখানায় বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
মুরাদের কপালে তিনটি সেলাই পড়েছে। চিকিৎসকদের বাড়িতে এনেই তার কপালে সেলাই দেওয়া হয়। তিনি এখন শ’ঙ্কা’মুক্ত।আ’হত হওয়ার ঘটনা নিয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘আগে কখনো এমন ঘটনা ঘটেনি। আল্লাহ নিজে আমাকে বাঁচিয়েছেন, আমা’র চোখ রক্ষা করেছেন।’
ঘটনার বর্ণনা দিয়ে এ সংসদ সদস্য বলেন, ‘হল রুমের বাইরে আমা’র উঠানের ওপরে টিনশেড করা ওখানে লাইট ফ্যান আছে। ওই সময়টাতে আমা’র বেশ গরম লাগছিল। আমা’র চেয়ারটা একটু সরিয়ে ঠিক ফানের নিচে গিয়ে বসছি, বসার দুই-তিন মিনিটের মধ্যেই ফ্যান অদ্ভুতভাবে, এসে খুলে আমা’র ডান চোখের ভ্রুর ওপরে এমন জো’রে একটা আ’ঘাত লাগে আমি ছিট’কে পড়ে যাচ্ছিলাম। আমা’র সঙ্গে থাকা নেতাকর্মীরা ফ্যানটা ধরেছে, ফ্যানটা না ধরলে আমা’র আরও ক্ষতি হতে পারত। আমি চিন্তাও করতে পারি নাই বিষয়টা। এক কথায় আল্লাহর রহমতে, আল্লাহ নিজে আমাকে বাঁচিয়েছেন। আল্লাহ নিজে আমা’র চোখটা রক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের এই নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে ফ্যান সরিয়ে আমাকে ধরে তুলে আনে। আমা’র তো এত র’ক্ত পড়ছিল যে আমি ভ’য় পেয়ে যাচ্ছিলাম বড় কোনো ক্ষতি হয়ে যায় কি না।’
বিষয়টিকে নিছক দু’র্ঘ’ট’না বলে জানান ড. মুরাদ। বলেন, ‘এ অবস্থায় জাস্ট ফ্যানই, অন্য কোনো কারণ নেই। এটা একটা দু’র্ঘ’ট’না। একটা জিআই তারের মধ্যে অ্যাঙ্গেল দিয়ে লাগানো ছিল। ওইভাবে এইটা মনে হয় কেউ খেয়াল করে নাই। আম’রা সবাই আমা’র বৈঠকখানায় বসেছিলাম। সেখানে মোট ৬টি ফ্যান আছে। সেগুলো চলছিল, ওগুলো খুলে পড়ে নাই। কিন্তু আমা’র মা’থার উপর যে ফ্যানটি ঘুরছিল, সেটিই হঠাৎ খুলে এসে আমা’র মা’থায় পড়ে। ’
প্রসঙ্গত, আ’লো’চি’ত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দীর্ঘদিন যাবৎ উপজে’লার আওনা ইউনিয়নের দৌলতপুর নিজ বাড়িতে অবস্থান করছেন। নায়িকা মাহিয়া মাহির সঙ্গে আ’প’ত্তিকর কথোপকথনের একটি ভিডিও ফাঁ’সের ঘটনায় কিছু দিন আগে মন্ত্রিত্ব হারান মুরাদ হাসান।