১০ হাজার টাকার জন্য স্ত্রী’কে হ’ত্যা, ঘা’ত’কের মৃ’ত্যুদ’ণ্ড
টাঙ্গাইলে স্ত্রী’ হ’ত্যার দায়ে রিয়াজ উদ্দিন (২৫) নামের এক ব্যক্তিকে মৃ’ত্যুদ’ণ্ড দিয়েছেন আ’দা’লত। সোমবার দুপুরে টাঙ্গাইলের না’রী ও শি’শু নি’র্যা’তন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। এ সময় আ’সা’মি আ’দা’লতে উপস্থিত ছিলেন না।
দ’ণ্ডপ্রাপ্ত রিয়াজ উদ্দিন ঘাটাইল উপজে’লার গারো বাজার এলাকার বশির উদ্দিনের ছে’লে।তিনি জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক। আ’দা’লতের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘১০ হাজার টাকা যৌতুকের জন্য রিয়াজ উদ্দিন ২০০৯ সালের ১০ আগস্ট তার স্ত্রী’ লিজা আক্তারকে (২০) মা’রধর করেন। এতে গুরুতর আ’হত হলে লিজাকে প্রথমে ফুলবাড়িয়া উপজে’লার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতা’লে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৭ আগস্ট লিজা মা’রা যান। লিজা আক্তার ফুলবাড়িয়া উপজে’লার এনায়েতপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মে’য়ে। ‘
ঘটনার পর লিজার ভাই আজাহার আলী বাদী হয়ে ২০০৯ সালের ১৯ আগস্ট না’রী ও শি’শু নি’র্যা’তন দমন আইনে মা’ম’লা করেন। ত’দ’ন্ত শেষে ঘাটাইল থা’নার উপপরিদর্শক (এসআই) সুলতান ওই বছর ২০ নভেম্বর আ’দা’লতে অ’ভিযোগপত্র জমা দেন। মা’ম’লায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আ’দা’লত এ রায় দেন।