আন্তর্জাতিক
মা দিবসের পাশাপাশি ‘স্ত্রী’ দিবস’ পালনের দাবি ভা’রতীয় মন্ত্রীর
মা দিবসের পাশাপাশি ‘স্ত্রী’ দিবস’ পালনের দাবি জানিয়েছেন ভা’রতের কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রাম’দাস আথওয়ালে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গতকাল রবিবার দেশটির মহারাষ্ট্রের সাংলিতে আয়োজিত এক অনুষ্ঠানে স্ত্রী’ দিবস পালনের দাবি করেন রাম’দাস আথওয়ালে।
স্ত্রী’ দিবস পালনের পক্ষে যু’ক্তি দেখিয়ে রাম’দাস বলেন, একজন মা সন্তান জন্ম দেন। অন্যদিকে একজন স্ত্রী’ তার স্বামীর ভালো-মন্দের সময় পাশে থাকেন।
‘প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন না’রী থাকেন। তাই আমাদের স্ত্রী’ দিবসও পালন করা উচিত।’
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বে মা দিবস পালন করা হয়।