সড়ক দু’র্ঘ’ট’নায় ছাত্রলীগ নেতা নি’হ’ত
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজে’লার চিকাজানী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন (২২) সড়ক দু’র্ঘ’ট’নায় নি’হ’ত হয়েছেন।বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ-তারাটিয়া সড়কের চিকাজানী আতা মোড়ের কাছে এ দু’র্ঘ’ট’না ঘটে।
জানা যায়, আতা মোড়ের কাছে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ছাত্রলীগ নেতা বাবুল গুরুতর আ’হত হন।তাকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়ে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়। ঢাকায় নেয়ার পথেই বাবুলের মৃ’ত্যু হয়।
দেওয়ানগঞ্জ উপজে’লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজে’লা চেয়ারম্যান আলহাজ মো: আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নি’হ’ত বাবুল চিকাজানী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি খোলাবাড়ী চর মাগুরীহাট পূর্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছে’লে।এ ঘটনায় ট্রাক ও চালককে আ’ট’ক করেছে দেওয়ানগঞ্জ মডেল থা’না পু’লিশ।