চোখের জলে পিএসজিকে বিদায় বললেন ডি মা’রিয়া
আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মা’রিয়া চোখের জলে পার্ক দি প্রিন্সে পিএসজি সম’র্থকদের বিদায় জানালেন। দীর্ঘ সাত মৌসুম যে এই মাঠে, এই সম’র্থকদের সঙ্গেই কত হাসি-কা’ন্না ভাগাভাগি করে নিয়েছেন, বিদায় বেলায়। তাই আবেগে বাঁধ দিতে পারেননি তিনি। ছলছল করে উঠেছে ডি মা’রিয়ার চোখ, আবেগের বিচ্ছুরণ ঘটেছে।
শনিবার মেসের বিপক্ষে ম্যাচের আগে পিএসজি আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের কথা নিশ্চিত করেন। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি বিদায় বেলায় প্রশংসায় ভাসিয়েছেন ডি মা’রিয়াকে, ‘আমাদের ক্লাবকে সব অবস্থায় প্রতিনিধিত্ব করা নিখুঁত একজন ফুটবলার হিসেবে ডি মা’রিয়াকে মনে রাখবেন সম’র্থকরা।’
পিএসজির হয়ে বিদায়ী ম্যাচে অবশ্য ডি মা’রিয়ার জন্য আনন্দের উপলক্ষ্যও কম ছিল না। মেসের বিপক্ষে পিএসজির ৫-০ গোলের জয়ে দলের পঞ্চ’ম ও শেষ গোলটি এসেছে তার পা থেকে। আর ম্যাচ শেষে পিএসজির হয়ে সাত মৌসুমে নিজের পঞ্চ’ম লিগ শিরোপা জয়ের আনন্দে ভেসেছেন তিনি।