বৃষ্টিতে ড্রেনে পড়ে অল্পের জন্য প্রা’ণ বাঁচল বৃদ্ধ দম্পতির
চাঁদপুরে মৌসুমের এ সময় প্রথমবারের মতো মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা তিন ঘণ্টার ভা’রি বৃষ্টিপাতে জে’লা শহরের বেশকিছু সড়ক পানিতে ডুবে গেছে।
এরই মধ্যে চাঁদপুর শহরের সাবেক চিত্রলেখা সিনেমা হল মোড়ে পৌরসভা’র নির্মাণাধীন ড্রেনে পড়ে যান এক বৃদ্ধ দম্পতি।স্থানীয়রা জানান, বৃষ্টির পানিতে সড়ক এবং নির্মাণাধীন ড্রেন একাকার হয়ে যাওয়ায় পথচারী ওই দম্পতি খোলা ড্রেনের কোম’রপানিতে পড়ে যান।
এ সময় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উ’দ্ধা’র করেন। এ দু’র্ঘ’ট’নায় তাদের বড় কোনো সমস্যা হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন ধরে চাঁদপুর শহরের প্রধান কয়েকটি সড়কের পাশ ঘেঁষে নতুন ড্রেন নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি শুরু হয়।
এরই মধ্যে মৌসুমের এ সময় শুরু হয় ভা’রি বৃষ্টিপাত। ফলে এমন পরিস্থিতিতে চাঁদপুর শহরে এখন জনদুর্ভোগ বেড়ে চলেছে।