হুদার বি’রু’দ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমা’র সিনহার (এসকে সিনহা) বি’রু’দ্ধে মিথ্যা অ’ভিযোগে মা’ম’লা করায় দু’র্নী’তি দমন কমিশনের (দুদক) পালটা মা’ম’লায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বি’রু’দ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার এ মা’ম’লায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন মা’ম’লার বাদী দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন সাক্ষ্যপ্রদান করেন। এ সময় ঢাকার বিশেষ জজ আ’দা’লত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান সাক্ষীর জবানব’ন্দি রেকর্ড করেন। এরপর সাক্ষীকে জেরা করেন নাজমুল হুদার আইনজীবী। এদিন তার জেরা শেষ না হওয়ায় পরবর্তী ২৮ জুন সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন আ’দা’লত।
৬ এপ্রিল নাজমুল হুদার বি’রু’দ্ধে অ’ভিযোগ গঠন করেন একই আ’দা’লত। গত বছরের অক্টোবরে মা’ম’লার ত’দ’ন্ত কর্মক’র্তা দুদকের পরিচালক বেনজীর আহম্মেদ নাজমুল হুদাকে অ’ভিযু’ক্ত করে এ মা’ম’লায় অ’ভিযোগপত্র দাখিল করেন।
সূত্রমতে, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থা’নায় এসকে সিনহার বি’রু’দ্ধে একটি মা’ম’লা করেন। সেখানে তিনি অ’ভিযোগ করেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বি’রু’দ্ধে হওয়া একটি মা’ম’লা উচ্চ আ’দা’লতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মা’ম’লা’টির রায় পরিবর্তন করা হয়। মা’ম’লা’টি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক ১ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা।
পরে মা’ম’লা’টি ত’দ’ন্তের জন্য দুদকে আসে। দেড় বছর ত’দ’ন্ত করে এসকে সিনহার বি’রু’দ্ধে নাজমুল হুদার মা’ম’লা’টি মিথ্যা অ’ভিযোগে করা ম’র্মে প্রমাণিত হয়েছে দুদকের। আর মিথ্যা তথ্য দেওয়ার অ’ভিযোগে উলটো ব্যারিস্টার নাজমুল হুদার বি’রু’দ্ধেই মা’ম’লা করে দুদক।