জাতীয়
টেলিযোগাযোগ খাতে ন্যূনতম আয় কর পুনর্বিবেচনার প্রত্যাশা
টেলিযোগাযোগ খাতে ন্যূনতম আয় করের দিকটি সরকার পুনর্বিবেচনা করবে প্রত্যাশা করছেন মোবাইল অ’পারেটর রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি কর্মক’র্তা সাহেদ আলম।
শুক্রবার (১০ জুন) এক বিবৃতিতে তিনি এ প্রত্যাশার কথা জানান।
এতে বলা হয়, প্রস্তাবিত বাজেটে টেলিযোগাযোগ খাতের ওপর আরোপিত ২ শতাংশ ন্যূনতম আয় কর প্রত্যাহার না হওয়াটা অ’ত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, এ খাতে একটি যৌক্তিক কর কাঠামো ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সহায়ক হতো। উচ্চ করভা’রে জর্জ’রিত টেলিযোগাযোগ খাতের অন্যান্য বিষয়গুলোও প্রস্তাবিত বাজেটে সম্পূর্ণভাবে উপেক্ষিত রয়ে গেছে।
আম’রা আশা করি, বাজেট পাশ হওয়ার আগে ডিজিটাল অর্থনীতিতে টেলিযোগাযোগ খাতের অবদান বিবেচনায় নিয়ে এ খাতের কর কাঠামো, বিশেষ করে ন্যূনতম আয় করের দিকটি সরকার পুনর্বিবেচনা করবে।