‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে আসবেন না’ (ভিডিও)
টাঙ্গাইলের মধুপুরের অরনখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। এ নির্বাচনে যারা নৌকা মা’র্কায় ভোট দেবেন না, তাদের ভোট কেন্দ্রে না আসার হু’মকি দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা।ওই আওয়ামী লীগ নেতার নাম সাদিকুল ই’স’লা’ম। তিনি মধুপুর উপজে’লা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
গত বুধবার বিকালে অরনখোলা ইউনিয়নের আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিমের নির্বাচনি সভায় বক্তৃতাকালে তিনি ভোট কেন্দ্রে না আসার এ হু’মকি দেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার রাত থেকে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, সাদিকুল ই’স’লা’ম বক্তৃতায় বলছেন- ‘আমি আজকেও বলে দিতে চাই, ১৫ তারিখ ভোট হবে সারা দিন এবং নৌকা মা’র্কায় ভোট হবে। আপনারা ভোট দিবেন। যারা নৌকা মা’র্কায় ভোট দিবেন তারাই কেন্দ্রে আসবেন। আর যারা নৌকায় ভোট দিতে নারাজ, দয়া করে কেন্দ্রে আসবেন না। আম’রা কিন্তু আশপাশেই অবস্থান করব। এখানে ২৪শ ভোট রয়েছে, যদি দুই হাজার ভোট কাস্ট হয়, আম’রা দুই হাজার ভোটই পেতে চাই।’
ভিডিওর অ’পর অংশে দেখা যায়, সাদিকুল ই’স’লা’ম বলছেন- ‘যেকোনো মূল্যে নৌকাকে আমাদের বিজয়ী করতে হবে। এজন্য আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগের সর্বস্তরের নেতারা আম’রা প্রত্যেক কেন্দ্রে দুর্গ গড়ে তুলব। যেখানে যা প্রয়োজন আম’রা সেটাই ব্যবহার করব।’
সাদিকুল ই’স’লা’মের এ বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক বেশ কয়েকজন ভোটার জানিয়েছেন, এ রকম বক্তব্যের মাধ্যমে তিনি সাধারণ ভোটারদের হু’মকি দিচ্ছেন। এসব বক্তৃতা শুনে ভোটারদের মনে ভীতির সৃষ্টি হচ্ছে। এ ধরনের বক্তব্য দেওয়ায় ওই নেতার বি’রু’দ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও বিএনপি সম’র্থিত মো. লস্কর আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে অরণখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান ই’মাম ওরফে মিন্টু আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। দলীয় নেতাদের অনুরোধে তিনি নির্বাচন থেকে সরে যান। তিনি এখন প্রচার-প্রচারণায় নেই।
অরণখোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লস্কর আলী জানান, এ ধরনের বক্তব্য দেওয়ায় জনমত তার দিকে (লস্কর আলী) আসছেন। ভোটারদের এই হু’মকি দেওয়ার জন্য তিনি কোথাও অ’ভিযোগ করেননি বলে জানান।মধুপুর উপজে’লা নির্বাচন কর্মক’র্তা খন্দকার মোহাম্ম’দ আলী জানান, এ ধরনের বক্তৃতার বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে এ বিষয়ে কেউ তার কাছে কোনো অ’ভিযোগ করেননি। অ’ভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
নৌকায় ভোট না দিলে কেন্দ্রে না যাওয়ার বিষয়ে বক্তৃতা করার কথা অস্বীকার করেছেন সাদিকুর রহমান। তিনি জানান, কেউ হয়তো এডিট করে এই ভিডিও দিয়েছে।প্রসঙ্গত, আগামী ১৫ জুন মধুপুর উপজে’লার আটটি ইউনিয়নসহ জে’লার সাতটি উপজে’লার ২১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।