মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বি’ক্ষো’ভ
ভা’রতের ক্ষমতাসীন বিজেপির বহিষ্কৃত নেতা নূপুর শর্মা’র মহানবী মুহাম্ম’দ সা:-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে বি’ক্ষো’ভ মিছিল করেছেন স্থানীয় মু’সল্লিরা।
শনিবার সকাল ১১টায় উপজে’লার সাতকাছিমা আরাবিয়া মাদরাসা মাঠ থেকে স্থানীয় হাজার হাজার মু’সল্লি উপজে’লা পরিষদের সামনে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।
মিছিলটি উপজে’লা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজে’লা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজে’লার সাতকাছিমা মাদরাসার শিক্ষক মা’ওলানা ফেরদাউস হোসেনের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন মা’ওলানা রুহুল আমিন, মা’ওলানা ইখলাসুর রহমান, উপজে’লা ভাইস চেয়ারম্যান শেখ মো: মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজে’লা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: আবু হাসান খান, জে’লা ই’মাম সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মা’ওলানা মো: রফিকুল ই’স’লা’ম প্রমুখ।
এ সময় তারা অ’ভিযোগ করে বলেন, মহানবী হ’জরত মুহাম্ম’দ সা:-কে নিয়ে বিরূপ মন্তব্য করায় ভা’রত সরকার তাদের বি’রু’দ্ধে মা’ম’লাসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। এছাড়া বিভিন্ন মু’সলিম দেশ আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু একটি মু’সলিম দেশ হয়েও এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ঘটনার বি’রু’দ্ধে কোনো বিবৃতি দেয়া হয়নি যা খুবই দুঃখজনক।আ’ন্দোলনরত মু’সল্লিরা ভা’রতের বিজেপি নেতা নূপুর শর্মা’র মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।