জাতীয়
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির কর্মসূচি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ করবে বিএনপি।শনিবার (১১ জুন) দলের সহ-দফতর সম্পাদক মুনির হোসেন মোবাইলে ক্ষুদে বার্তায় এ কর্মসূচির কথা জানান।
তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে আগামী ১২ জুন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ হবে।
সমাবেশে প্রধান অ’তিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ই’স’লা’ম আলমগীর। বক্তব্য রাখবেন জাতীয় ও কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার (১০ জুন) গুলশানের বাসায় অ’সুস্থ হয়ে পড়লে রাত সোয়া ৩টায় খালেদা জিয়াকে এভা’রকেয়ার হাসপাতা’লে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থা করার জন্য চিকিৎসকরা পরিবারের সদস্যদের পরাম’র্শ দিয়েছেন।