চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে প্রা’ণ গেল স্কুলছাত্রের
চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনে সেলফি তোলার সময় ট্রেন থেকে পড়ে মৃ’ত্যু হয়েছে রোহান (১৬) নামে এক স্কুলছাত্রের।সোমবার সন্ধ্যায় নকশিকাঁথা ট্রেনে করে বাড়ি ফেরার সময় চুয়াডাঙ্গায় এ দু’র্ঘ’ট’না ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জে’লার জীবননগর উপজে’লার সেনেরেহুদা গ্রামের সিএনজি অটোরিকশাচালক রায়হান উদ্দিনের ছে’লে মো. রোহান উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নি’হ’তের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রোহান বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে ট্রেনে করে চুয়াডাঙ্গা যায়। ঘোরা শেষে সন্ধ্যায় নকশিকাঁথা ট্রেনে করে বাড়ি ফেরার সময় চুয়াডাঙ্গা রেলস্টেশন পার হওয়ার পর ট্রেন বেলগাছী রেলগেট এলাকায় পৌঁছলে নি’হ’ত রোহান ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তোলার জন্য মা’থা বের করলে রেল পোস্টে ধাক্কা লেগে পড়ে যায়।
স্থানীয়রা তাকে উ’দ্ধা’র করে চুয়াডাঙ্গা সদর হাসপাতা’লে ভর্তি করেন। তার শা’রীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার ঢাকায় রেফার করলে তাকে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে তার মৃ’ত্যু হয়।
উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমি রাতেই শুনেছি এখন তার দাফন-কাফনের ব্যবস্থা চলছে।