মহানবী (স:)কে নিয়ে কটূক্তি: সুপ্রিম কোর্টের আইনজীবীর সদস্যপদ স্থগিত
এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্ম’দ (স.) নিয়ে কটূক্তি করার অ’ভিযোগে সাইফুর রেজা নামের এক আইনজীবীর সদস্যপদ পদ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আজ বুধবার সমিতির কার্যনির্বাহী কমিটির এক জরুরি বৈঠকে ওই আইনজীবীর সদস্যপদ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির।
এদিকে ফেসবুকে ষাটোর্ধ্ব ওই আইনজীবীর মন্তব্য নজরে আসার পর বিক্ষুব্ধ আইনজীবীরা তাৎক্ষণিক বি’ক্ষো’ভ প্রতিবাদ করে। এক পর্যায়ে তার চেম্বারের চেয়ার-টেবিল-ডেস্ক ভাংচুর করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি জরুরি বৈঠকে বসে সাইফুর রেজার সদস্য পদ স্থগিত করে। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির জানান, সমিতির কার্যনির্বাহী কমিটি জরুরি বৈঠক করে তার সদস্য পদ স্থগিত করা হয়েছে।