যা’ব’জ্জীবন সাজার রায় শোনার পর মা’রা গেলেন আ.লীগ নেতা
যা’ব’জ্জীবন সাজার রায় শোনার দুই দিন পর মা’রা গেলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজে’লার আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মাস্টার (৭৮)।
বুধবার (২৯ জুন) উপজে’লার মনসুর নগর ইউনিয়নের শালগ্রামের নিজ বাড়িতে সাবেক ওই ইউপি চেয়ারম্যানর মৃ’ত্য হয়।
আব্দুর রাজ্জাক মাস্টার একই ইউনিয়নের বারই’মা’রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরে মনসুর নগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
ম’রহু’মের বড় ছে’লে লেবু সরকার এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তার বাবা আব্দুর রাজ্জাক তিন মাস ধরে অ’সুস্থ ছিলেন। গত এক মাস তার বাবা গুরুতর অ’সুস্থ হয়ে পড়েন। এ সময় তার বাবা স্বাভাবিক খাবারও খেতে পারেননি। বুধবার বাদ যোহর শালগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণেতার বাবার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ কাজীপুর উপজে’লা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার (২৭ জুন) দুপুরে সিরাজগঞ্জের অ’তিরিক্ত জে’লা ও দায়রা জজ-১ আ’দা’লতের বিচারক বেগম সালমা খাতুন কাজিপুরের জে’ল হক নামে এক কৃষককে হ’ত্যার দায়ে আব্দুর রাজ্জাক মাস্টারসহ ৮ জনকে যা’ব’জ্জীবন কারাদ’ণ্ডাদেশ দিয়েছেন আ’দা’লত। রায় ঘোষণার সময় আব্দুর রাজ্জাক মাস্টারসহ তিন আ’সা’মি অনুপস্থিত ছিলেন।