জাতীয়
মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃ’ত্যু
টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে তানভীর (১০) ও জিহাদ (১০) নামে দুই শি’শুর মৃ’ত্যু হয়েছে। তারা দুজন একে অ’পরের চাচাতো ভাই।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজে’লার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নি’হ’ত তানভীর ওই গ্রামের গো’লাম মোস্তফার ছে’লে। জিহাদের বাবার নাম হাফিজুর রহমান। নি’হ’ত দুই শি’শু স’ম্প’র্কে চাচাতো ভাই। তারা দুজনই স্থানীয় ইউপি সদস্য নুরুল হকের নাতি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছোট জাল দিয়ে বাইদে (পাহাড়ি নিচু এলাকা) মাছ ধরতে গিয়ে ভেকুতে মাটি কা’টা গর্তের পানিতে পড়ে ডুবে যায় তারা। সাঁতার না জানায় সেখানে তাদের মৃ’ত্যু হয়েছে।