হ’জে গিয়ে মৃ’ত্যুর তালিকায় আরও এক বাংলাদেশি
সৌদি আরবে হ’জ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশি হাজির মৃ’ত্যু হয়েছে। মৃ’ত ব্যক্তির নাম মো. কা’মাল উদ্দিন মজুম’দার (৬২)। তিনি হ’জের ৯ দিন পর গত রোববার মা’রা যান। এই নিয়ে এবারের হ’জ মৌসুমে হ’জ পালন করতে গিয়ে ২৩ জন বাংলাদেশির মৃ’ত্যু হলো। তাদের মধ্যে পুরুষ ১৬ জন, না’রী সাতজন।
আজ বুধবার সকাল সাড়ে আটটায় ধ’র্ম মন্ত্রণালয়ের হ’জ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানানো হয়েছে।
হ’জ ম্যানেজমেন্ট পোর্টালে বলা হয়েছে, মো. কা’মাল উদ্দিন মজুম’দারের বাড়ি চট্টগ্রামের হালিশহরে। তার পাসপোর্ট নম্বর EF0604591। তার হ’জ গাইড আব্দুল মাজিদ রায়হান, মোনাজ্জেম মোহাম্ম’দ আবদুল মোমেন। সৌদি আরবের আইন অনুযায়ী, তাকে সৌদি আরবেই দাফন করা হয়েছে।
চলতি মাসের ৮ জুলাই অনুষ্ঠিত হয় পবিত্র হ’জ। এ বছর বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন হ’জ পালন করেছেন। বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হ’জ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হ’জযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইন্সটি।
এ ছাড়াও সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হ’জযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হ’জযাত্রী। হ’জযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।
গত ১৪ জুলাই হ’জের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৪ আগস্ট পর্যন্ত চলবে।