ইতালি সরকারের ‘পতন’
কয়েকদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার মধ্যে পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মা’রিও দ্রাগি।জোট গঠন করে প্রধানমন্ত্রী হয়েছিলেন ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মা’রিও দ্রাগি। কিন্তু তার জোটে ফাটল দেখা দেয়।
এ ফাটল ঠিক করার চেষ্টা করছিলেন মা’রিও দ্রাগি। কিন্তু সেটি সম্ভব না হওয়ায় বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। এরফলে পতন হলো মা’রিও দ্রাগির সরকারের।
এখন খুব শীগ্রই দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। বলা হচ্ছে সেপ্টেম্বরের শেষে হতে পারে দেশটির নতুন সাধারণ নির্বাচন।মা’রিও দ্রাগি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট সার্গিও মাতেরেল্লার কাছে তার পদত্যাগপত্র তুলে দিয়েছেন।
ইতালিতে রাজনৈতিক অচলাবস্থার সূচনা হয় গত সপ্তাহে। ওই সময় প্রধানমন্ত্রী মা’রিও দ্রাগি জ্বালানি ব্যয় এবং মূদ্রাস্ফীতি ঠেকাতে ২৬ বিলিয়ন ডলারের একটি বিল উত্থাপন করেন।
কিন্তু তার জোট দল ফাইভস্টার মুভমেন্ট এ বিলের ওপর ভোট দেওয়ার বিষয়টি বয়কট করে। তাদের কথা এই অর্থ পর্যাপ্ত না। তাছাড়া এই অর্থ দিয়ে রোমে একটি ময়লা ভ্ষ্মীভূতকারী তৈরি করার বিধান রাখা হয়েছিল। এটি নিয়েও খুশি ছিল না ফাইভস্টার মুভমেন্ট।জোটের অন্য দলগুলো চেয়েছিল মা’রিউ দ্রাগির নেতৃত্বে নতুন করে সরকার গঠন করতে।
এমনকি বিশ্ব নেতারাও দ্রাগির প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন তিনি পদত্যাগ না করেন। কারণ ইতালির স্থিতিশীলতা বজায় রাখতে এবং ই*উ*ক্রে*নে ইতালির সম’র্থন অব্যহত রাখতে মা’রিউ দ্রাগি বড় ভূমিকা রাখতে পারতেন বলে মনে করেন তারা।