জাতীয়
পদ্মা’র পর চলে গেলো সেতুও, বেঁচে রইলো স্বপ্ন
দিনাজপুরের বিরামপুরে গত ১৮ জুলাই তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম নামে এক মা। ওই শি’শুদের নাম রাখা হয় ‘স্বপ্ন’, ‘পদ্মা’ ও ‘সেতু’। জন্মের ছয়দিন পর শনিবার (২৩ জুলাই) ‘পদ্মা’ নামের শি’শুটি মা’রা যায়। এর একদিন পর আজ রোববার (২৪ জুলাই) রাতে ‘সেতু’ নামের শি’শুটিও মা’রা গেছে। পদ্মা ও সেতুর মৃ’ত্যুর পর এখন মায়ের কোলে রইলো শুধুই ‘স্বপ্ন’।
বিস্তারিত আসছে…